সুস্থির, সময়োপযোগী রেগুলেশন চাই
বাজার পরিস্থিতির দোহাই দিয়ে বছরের পর বছর ঘন ঘন নিয়ম পরিবর্তন, নিয়মের আংশিক প্রয়োগ বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়েছে, যার অবসান প্রয়োজন। শেয়ার বাজারে একদিকে যেমন সুস্থির নিয়ম কানুন দরকার, সেগুলোর যথাযথ প্রয়োগও গুরুত্বপূর্ণ। তবে, এক্ষেত্রে রেগুলেটরি সিদ্ধান্তগুলো সময়োপযোগী হতে হবে।