টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলায় এবার বিদায়ের ডাক শুনতে পাচ্ছেন সাকিব আল হাসান। তাই দুটি ফরম্যাট থেকে অবসর নেওয়ার জন্য মন স্থির করেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব।