‘দেওয়ার আছে অনেক কিছু, নেওয়ার কেউ নেই’
বাংলা ব্যান্ডসংগীতে মাকসুদুল হক গুরুত্বপূর্ণ এক নাম। শুধু সুরের ভিন্নতা নয়, তাঁর গানে পাওয়া যায় সময়ের ছাপ। গানকে তিনি ব্যবহার করেছেন প্রতিবাদের অস্ত্র হিসেবে। মাকসুদের গান তাই হয়ে উঠেছে কখনো প্রেমের আখ্যান, কখনো প্রতিবাদের অস্ত্র। মাকসুদের সংগীতজীবন শুরু হয় ইংরেজি গান দিয়ে। ১৯৭৩-৭৪ সালে বন্ধুরা মিলে তৈরি করেন 'ফিয়াস্কো' ব্যান্ড। তখন থেকেই বিভিন্ন অনুষ্ঠানে গাইতেন মাকসুদ। এরপর যোগ দেন 'ফিডব্যাক' ব্যান্ডে। তখনো ইংরেজি গানই গাইতেন। মাকসুদুল হক এসেছিলেন মোহাম্মদ এন্ড সন্স লাক্সারী ওয়াচ টিবিএস স্পটলাইটের এবারের আয়োজনে।