দিনাজপুরের ১,১০২ হেক্টর জমিতে কলার আবাদ; ভালো দাম পাচ্ছেন কৃষক
দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইল এলাকায় প্রতিদিন ভোরে কলা নিয়ে এই হাটে আসেন বিভিন্ন উপজেলার চাষীরা। দিনের প্রথম ভাগেই চিনিচম্পা, মালভোগ, মধুয়া, সবরীসহ বিভিন্ন জাতের কলায় কানাই কানাই পূর্ণ হয় হাট।