সর্বোচ্চ শুল্কমুক্ত সুবিধাও কেন রপ্তানি বাড়াতে পারেনি চীনে?
বাংলাদেশকে চীনের বাজারে শতভাগ পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হলেও তা নিয়ে তেমন উচ্ছাস নেই রপ্তানিকারক, নীতি নির্ধারক ও অর্থনীতিবিদদের মধ্যে। বাংলাদেশের রপ্তানি ঝুড়িতে তৈরি পোশাক ছাড়া কোনো পণ্য না থাকায় ডিসেম্বর থেকে চীনা বাজারে শতভাগ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাওয়া গেলেও তাতে রপ্তানি বাড়ার সম্ভাবনা দেখছেন না তারা।