জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যাদের সঙ্গে বৈঠক করলেন ড. ইউনূস
জো বাইডেন ছাড়াও জাতিসংঘ সদর দপ্তরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গেও পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া সৌজন্য সাক্ষাৎ হয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ বিশ্বের অন্যান্য নেতাদের সংগেও। তারা ড. ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান।