অভিন্ন নদীতে ন্যায্য অধিকার রক্ষায় ভারতের সঙ্গে কথা বলবে সরকার
অভিন্ন নদীতে বাংলাদেশের অধিকার রক্ষায় জোরালেভাবে কাজ করবে সরকার। আন্তর্জাতিক নদীতে পানির হিস্যা নিয়ে ভারতের সঙ্গে বৈঠক করা হবে। ২৫ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে পানি ভবনে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার শিরোনামে অনুষ্ঠিত সেমিনারে এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরও বলেন, ব্যারেজ খুলে দেয়ার বিষয়ে আগে সতর্ক করলে সাম্প্রতিক বন্যায় আমাদের ক্ষতির পরিমাণ কম হত।