চট্টগ্রামে গান গেয়ে পিটিয়ে যুবক খুন, গ্রেপ্তার ৩
চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে গান গেয়ে পিটিয়ে মেরে ফেলা হয় যুবক শাহাদাত হোসেনকে। তাকে পেটানোর সময় হামলাকারীদের একজন আশপাশের পথচারীদের ডেকে বলছিল, 'ভাইয়া, সবাই একটা সেলফি তুলে চলে যান।' ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তারের পর ২৫ সেপ্টেম্বর দুপুরে নগর পুলিশের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।