অন্তবর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গত ২৪ আগস্ট জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের ফাঁকে ড. ইউনূস ও বাইডেনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। ওই বৈঠকে বাইডেন তাঁর এমন সমর্থনের কথা ড. ইউনূসকে জানান।