আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ভিডিও বিশ্লেষণের পর অস্ত্রসহ গ্রেপ্তার ৩
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় ছাত্র-জনতার ওপর হামলার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে গত ১৬ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য নাজমা বেগমের ভাই মাহাবুব হাসান কাবুলের বাসায় অভিযান চালায় উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় হামলায় ব্যবহৃত নিরাপত্তা সামগ্রী, ওয়াকিটকি ও অস্ত্র উদ্ধার করা হয়। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং ২টি প্রাইভেটকারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।