বাঁশের তৈরি পণ্যের চাহিদা বাড়ছে ক্রমান্বয়ে
ঘর কিংবা আসবাবপত্র… বাঁশের ব্যবহার ছিল সর্বত্রই। তবে কালের পরিক্রমায় সে স্থান হারিয়েছে ইট, স্টিল কিংবা প্লাস্টিকের কাছে। দীর্ঘ বিরতির পর স্বল্প পরিসরে ফিরছে বাঁশের ব্যবহার। নগর জীবনে দেখা মিলছে পরিবেশবান্ধব বাঁশের তৈরি নানা তৈজসপত্রের।