কলকাতায় ট্রাম যুগের অবসান
কবিতা, গল্প, উপন্যাস কিংবা সিনেমা… পশ্চিমবঙ্গের প্রায় সব কিছুতেই পাওয়া যায় ট্রামের উপস্থিতি। দেড়শ বছরের বেশি সময় ধরে যার বিচরণ পুরো কলকাতাজুড়ে। বিংশ শতাব্দীর শেষ দশকেও প্রায় ৪০টি রুটে ট্রাম চলতো। এক দশক আগে এই সংখ্যা নামে এক ডজনে। সব শেষ ট্রাম সীমাবদ্ধ ছিল বালিগঞ্জ-ধর্মতলা ও শ্যামবাজার-ধর্মতলা রুটে।