রাঙ্গামাটি শহরের সব হোটেল এখন পর্যটকশূন্য
রাঙ্গামাটিতে সংঘাতের জেরে ধস নেমেছে পর্যটন ব্যবসায়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় প্রায় সব হোটেলই বন্ধ ছিল এ জেলায়। এরপর যখন স্বাভাবিক হতে শুরু করে, তখনই পর্যটনের এ শহরে সংঘাত। এতে আবারও বন্ধ হয়ে গেছে সব হোটেল।