রিজার্ভের লক্ষ্য পুরণে আশাবাদী বাংলাদেশ ব্যাংকের গভর্নর
রিজার্ভের লক্ষ্য পুরণ ছাড়া বাকি সব বিষয়ে বাংলাদেশ ব্যাংক সঠিক পথেই রয়েছে বলে জানিয়েছে আন্তজার্তিক মুদ্রা তহবিল-আইএমএফ। রিজার্ভের ক্ষেত্রে আইএমএফের লক্ষ্য পূরণে আশাবাদী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। দুপুরে ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠকের পর এসব কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা।