আশুলিয়ায় আজও ৫৫ কারখানা বন্ধ, নিরাপত্তা জোরদার প্রশাসনের
অস্থিরতা কাটছেই না আশুলিয়া শিল্পাঞ্চলে। শ্রমিক অসন্তোষের জেরে ২৩ সেপ্টেম্বরের মতো ২৪ সেপ্টেম্বরেও ৫৫টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে আশুলিয়ায় আন্দোলনরত শ্রমিকদের উস্কানি দিয়ে বিভিন্ন পোশাক কারখানায় হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগের অভিযোগে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।