পলিথিনের বিরুদ্ধে অভিযান: সুপারশপে অক্টোবরে এবং কারখানায় নভেম্বরে
আগামী ১ নভেম্বর থেকে সারাদেশে পলিথিনজাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ। রাজধানীর টাউনহল কাঁচাবাজার পরিদর্শন শেষে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে সরকার। এরই অংশ হিসেবে আগামী ১ অক্টোবর থেকে সুপারশপ ও ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হতে যাচ্ছে। বিকল্প হিসেবে ক্রেতাদের পাট, কাপড় ও কাগজের ব্যাগ দিতে হবে।