আমার ছেলে অপরাধী হলে অবশ্যই শাস্তি চাই: রায়হানের মা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যা মামলায় জাবির এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীর নাম মো. মাহমুদুল হাসান রায়হান। এজাহারভুক্ত তিন নম্বর আসামি তিনি। জাবির ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী এবং শেখ রাসেল হলের আবাসিক ছাত্র রায়হান।