ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ
২২ সেপ্টেম্বর থেকে আবারও শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে আশুলিয়া শিল্পাঞ্চলে। ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও আন্দোলন শুরু করেছেন শ্রমিকরা। বিজিএমইএ জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর আশুলিয়া শিল্পাঞ্চলের ৩৯টি কারখানা তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে।