গাইবান্ধার বালাশী ফেরিঘাট টার্মিনাল চালু করা যাচ্ছে না কেন?
২০২২ সালে গাইবান্ধার বালাশী ফেরিঘাট উদ্বোধন করেন তৎকালীন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তবে উদ্বোধনের কয়েকদিন পরই যমুনা-ব্রহ্মপুত্রে নাব্য সঙ্কটে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। এরপর একাধিকবার নদী খননের নামে মোটা অংকের অর্থ খরচ করেও এই রুটে ফেরি চলাচল শুরু করা সম্ভব হয়নি।