১১২ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে গত জুন মাসের ২ তারিখ থেকে ৩০ জুন পর্যন্ত বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। এরপর ১ জুলাই থেকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে। এতে বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়ে। একই মাসের ৭ তারিখ থেকে কোটা সংস্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। কোটা আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়লে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ১১২ দিন পর ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।