একজনের ব্রিটিশ সাম্রাজ্য, আরেকজনের ইন সিঙ্গাপুর
ব্যাংক কীভাবে দখল করতে হয়, অর্থ কিভাবে আত্নসাৎ ও পাচার করতে সেটি খুব ভালো জানে চটগ্রামের একটি পরিবার। এই পরিবারের এক পূর্ব পুরুষ ছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু। যিনি শিখিয়েছিলেন অস্ত্রের মুখে ব্যাংক কিভাবে দখল করতে হয়। আর তারই ভাগ্নে এস আলম ও ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ দেখিয়ে দিয়েছেন ব্যাংক লুটপাট করে অর্থ কিভাবে বিদেশে পাচার করতে হয়। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তাদের এসব কুকর্মের কারণে দেশের ব্যাংকিং খাত আজ ঝুঁকিতে। তৈরি হয়েছে অস্থিরতা।