বাংলাদেশ বনাম ভারতের প্রথম টেস্টে যা যা ঘটেছে
পাকিস্তানে স্বপ্নের সিরিজ পার করা বাংলাদেশ যেন ভারত সফরে কঠিন বাস্তবতায় ফিরলো। দারুণ কিছু করার আশায় ভারতে গেলেও প্রথম টেস্টে সামান্যতম লড়াইও করতে না পেরে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারের মুখ দেখে নাজমুল হোসেন শান্তর দল। চলুন জেনে আসি, এই টেস্টে মনে রাখার মত ৫টি ঘটনা নিয়ে।