অনুড়া কুমারা দিশানায়েকেই কি শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট?
শ্রীলঙ্কায় মার্ক্সবাদী নেতা হিসেবে পরিচিত অনুড়া কুমারা দিশানায়েকে। গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্টে নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বীদের মতো রাজনৈতিক বংশপরম্পরা না থাকলেও, দরিদ্রদের সহায়তায় বামপন্থী নীতিমালা এবং উদ্দীপ্ত বক্তৃতার মাধ্যমে তিনিই পৌঁছে গেছেন সবার শীর্ষে।