পেজার বিস্ফোরণ: ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
লেবাননে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত যোগাযোগ ডিভাইস পেজার, ওয়াকিটকি ও রেডিও বিস্ফোরণের পেছনে ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী – আইআরজিসি'র প্রধান হোসেইন সালামি। তিনি বলেছেন, তারা এই হামলার দাঁতভাঙা জবাব দেবেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।