ভারতে ইলিশের দাম চড়া কেন, কী বলছেন সেখানকার ব্যবসায়ীরা?
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ইলিশের দাম আকাশ ছুঁয়েছে। সেখানে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার রূপিতে। দিল্লিতে এ দাম আরও চড়া। সেখানে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রূপিতে। স্থানীয় ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে ইলিশ না যাওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন।