৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে ৬ সংস্কার কমিশন
রাষ্ট্র সংস্কারে গঠিত ছয় কমিশন স্বাধীনভাবে কাজ করবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছয় কমিশনের প্রধানদের সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠকশেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।