গণহত্যার বিচার শুরু হলেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে উপদেষ্টা
ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। দেশে গণহত্যার বিচার শুরু হলে সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।