আল-নাসেরে আবারও নতুন কোচ; কারণ কি রোনালদো?
গুঞ্জন আছে, সৌদি ক্লাব আল-নাসেরের হয়ে মাঠ তো বটেই, মাঠের বাইরেও ক্লাবের অনেক সিদ্ধান্তেই প্রভাব খাটান ক্রিস্টিয়ানো রোনালদো। আর সেজন্যই মাত্র এক বছর আগে নিয়োগ পাওয়া পর্তুগিজ কোচ লুইস কাস্ত্রোকে ছাঁটাই করে নতুন কোচ নিয়োগ দিল আল-নাসের কর্তৃপক্ষ।