ভবিষ্যতের জ্বালানি নিশ্চয়তায় কী করা জরুরী?
গত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন অনেক বেড়েছে। তবে খাতটিতে ছিল না শৃংখলা ও সুষ্ঠু পরিকল্পনা। ফলে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের সরকারের কাছে পাওনা প্রায় ২২ হাজার কোটি টাকা। অন্যদিকে অর্থের অভাবে চাহিদা অনুযায়ি জ্বালানি আমদানি করতে পারছে না সরকারি অনেক কেন্দ্র। ফলে সারা দেশে চলছে ব্যাপক লোডশেডিং। ১৯ সেপ্টেম্বর টিবিএস'র রাউন্ড টেবিল আলোচনায় উঠে আসে এসব কথা। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের আলোচনাটি পুরো দেখার আমন্ত্রণ।