ভারতে কোথায় কেমন আছেন শেখ হাসিনা? যা জানা গেল
প্রধানমন্ত্রীর পদ থেকে গত ৫ আগস্ট পদত্যাগের পর ভারতের দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। তবে তিনি দিল্লির ঠিক কোথায় আছেন, সেটা স্পষ্ট না। এ নিয়ে মোদি সরকার তেমন রা করছে না। তবে তাঁর অবস্থান নিয়ে বাংলাদেশের পাশাপাশি ভারতের কূটনীতিক পাড়ায় চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। এমন পরিস্থিতিতে তাঁর অবস্থান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।