‘কাছের মানুষ কেন দূরে যায়?’
গুণী সংগীত শিল্পী ফাহমিদা নবী। তিনি ২০০৫ সাল থেকে ক্লোজআপ ওয়ান রিয়েলিটি শো'র বিচারক হিসাবে কাজ করছেন। তার গাওয়া বেশিরভাগ গানই পেয়েছে দর্শক প্রিয়তা। ২০০৭ সালে তিনি শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও তিনি চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ড (২০০৮) ও মেরিল-প্রথম আলো পুরস্কার (২০০৮) লাভ করেন। তাঁর বাবা মাহমুদুন্নবী গত শতকের ৬০ থেকে ৮০-এর দশকে বাংলা গানের জগতে ছিলেন উজ্জ্বল। নিজের উপলব্ধি থেকে ফাহমিদা নবী জানালেন, রুচিহীন গান বেশি দিন মানুষের মনে থাকে না। ফাহমিদা নবী এসেছিলেন মোহাম্মদ এন্ড সন্স লাক্সারী ওয়াচ টিবিএস স্পটলাইটের এবারের আয়োজনে। কথা বলেছেন তার বর্তমান এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে।