পেজারের পর এবার লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণ; অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে
মাত্র একদিনের ব্যবধানে ১৮ সেপ্টেম্বর লেবাননে আবারও বিস্ফোরন হল। এবারেও সেই পকেটে রাখা ছোট জিনিসই। ওয়াকিটকি। যোগাযোগের তারহীন যন্ত্র। এতে অন্তত ২০ জন নিহত ও ৪৫০ জন আহত হয়েছেন। জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ঠিক এর আগের দিন ১৭ সেপ্টেম্বর লেবাননের কয়েকটি স্থানে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা প্রায় ৩ হাজার পেজার একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই শিশুসহ ১২ জন নিহত হন। আহত হন প্রায় তিন হাজার।