ডেঙ্গুর যেসব লক্ষণ অবহেলা নয়
দেশে আবার বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিন মৃত্যুর ঘটনা ঘটছে। ডেঙ্গু মানেই হাসপাতালে যেতে হবে, এমন নয়। বাড়িতেও যত্ন নেওয়া যায় ডেঙ্গু রোগীর। ডেঙ্গুর রোগীর যত্নে কি করতে হবে, ডেঙ্গু হলে প্রেসার পরীক্ষা কেনো জরুরি, ডেঙ্গর রোগীর যত্নে কি করা যাবে কি করা যাবেনা সেসব নিয়ে টিবিএস ভালো থাকুনে কথা বলেছেন ডা.ঈশিতা বিশ্বাস, সহযোগী অধ্যাপক, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল।