এস আলমের গৃহকর্মীর নামেও আছে ১৫ কোটি টাকার সম্পদ!
এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের চট্টগ্রামের বাসার গৃহকর্মী মর্জিনা আক্তারের ব্যাংকে স্থায়ী আমানত (এফডিআর) ও জমিসহ প্রায় ১৫ কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে আয়কর বিভাগ। অথচ মর্জিনার কোনো ট্যাক্স ফাইল পাননি কর্মকর্তারা। ফলে আয়কর বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন, নামে-বেনামে অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানেও এস আলমের এ ধরনের সম্পদের তথ্য পাওয়া যেতে পারে।