পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার
পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভাশেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, এতদিন বাজেট বরাদ্দের সঙ্গে পঞ্চবার্ষিক পরিকল্পনার কোন মিল ছিল না। সেক্ষেত্রে এটি আগেই অকার্যকর হয়ে গেছে। পরবর্তীতে রাজনৈতিক সরকার এসে চাইলে এটি চালু করতে পারে।