ভারত সিরিজে কি বোথাম-ক্যালিসদের পাশে নাম লেখাতে পারবেন সাকিব?
সব শেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজের দুই টেস্টে সাকিব আল হাসান পেয়েছেন পাঁচ উইকেট। ৬৯ টেস্ট ম্যাচ খেলে এই টাইগার অলরাউন্ডারের উইকেট সংখ্যা এখন ২৪২। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে টিম টাইগার। যা সাকিব আল হাসানের জন্য হতে চলেছে ৭০তম টেস্ট ম্যাচ।