হামাস প্রধানের দাবি: যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত তারা
আরও অন্তত এক বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার রসদ হামাসের কাছে আছে। প্রয়োজন হলে তারা যুদ্ধ চালিয়ে যাবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, ইরান-সমর্থিত আঞ্চলিক মিত্রদের সহায়তায় আরও প্রায় এক বছর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার উপকরণ হামাসের কাছে আছে।