এক দশক পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ভোট
সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন সরিয়ে নেয়ার পর প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে ভারতের ওই প্রদেশে। ৯০ আসনের বিধানসভার মধ্যে ১৮ আগস্ট ২৪টি আসনে হচ্ছে প্রথম দফার ভোট। এর মধ্যে ১৬টি কাশ্মীর উপত্যকায় ও আটটি জম্মুতে। ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় পর্বে ২৬ আসন এবং ১ অক্টোবর তৃতীয় পর্বে ৪০ আসনে ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে এবারের নির্বাচন প্রক্রিয়া।