লেবাননে পেজার বিস্ফোরণ, ইসরায়েলকে দুষছে হিজবুল্লাহ
পুরো লেবাননজুড়ে একযোগে বিস্ফোরিত হয়েছে ৩ হাজার পেজার (যোগাযোগের যন্ত্র)। নিহত হয়েছেন ১১ জন। আহত ৩ হাজারেরও বেশি। এই ঘটনার পরই হিজবুল্লায় দায় চাপিয়েছে ইসরায়েলের ওপর। রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ দাবি করেছে, তাইওয়ানের কাছ থেকে কেনা পাঁচ হাজার পেজারের ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।