সেনাবাহিনীকে কী কী ক্ষমতা দিল সরকার?
রাজধানীসহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। ১৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ ১৭ সেপ্টেম্বর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আগামী দুই মাস (৬০ দিন) এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। চলুন আজকের প্রতিবেদনে জেনে নেই সেনাবাহিনীর এই ম্যাজুট্রেসি পাওয়ারের বলে তাদের ওপর কি কি দায়িত্ব অর্পিত হল।