ক্রিকেটের যেকোনো ইভেন্টে নারী-পুরুষ পাবেন সমান প্রাইজমানি
ক্রিকেট বিশ্বকাপের আয়োজনে নারীরা অগ্রগামী হলেও প্রাইজমানিতে ছিলো পিছিয়ে। তবে দীর্ঘ দিনের সেই বৈষম্যের ইতি টানতে উদ্যোগী হল আইসিসি। প্রতিটি ইভেন্টের জন্য সমপরিমাণ প্রাইজমানি পাবেন নারী-পুরুষ উভয় ক্রিকেটার।