বাংলাদেশে কখন নির্বাচন হবে তা বাংলাদেশের জনগণই ঠিক করবে: মার্কিন উপমন্ত্রী
বাংলাদেশে কখন নির্বাচন হবে তা বাংলাদেশের জনগণই ঠিক করবে বলে মন্তব্য করেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একজন শীর্ষ কূটনীতিক। স্থানীয় সময় গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস-বিষয়ক উপমন্ত্রী রিচার্ড ভার্মা এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে, ভারতের সংবাদ সংস্থা পিটিআই।