আফগান নেতা আহমদ শাহ মাসুদকে যেভাবে খুন করিয়েছিলেন লাদেন
বলছিলাম আহমেদ শাহ মাসুদের কথা। যাকে গেরিলা কমান্ডার হিসাবে মাও সে তুং এবং চে গুয়েভারার সঙ্গে তুলনা করেছিলেন মার্কিন লেখক রবার্ট কেপলন। সম্প্রতি বিবিসি জানিয়েছে ৪৯ বছর বয়সী এই নেতাকে হত্যায় জড়িত ছিলেন আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন।