গণঅভ্যুত্থানে আহত-নিহতদের সহায়তায় ব্যয় হবে এই তহবিল
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ১০০ কোটি টাকার অনুদান দেয়া হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থানে আহত-নিহতদের সহায়তায় এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছেন তিনি।