কেজরিওয়াল পদত্যাগ করলে দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন?
আম আদমি পার্টির (এএপি) প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকার ঘোষনা দিয়েছিলেন, তিনি শিগগির দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন। এই অবস্থায় প্রসঙ্গতই প্রশ্ন উঠেছে যে, কেজরিওয়ালের পর কে হতে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী? নানান কল্পনা-জল্পনাও চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি, আম আদমি পার্টি বিধায়ক সৌরভ ভরদ্বাজ, রাঘব চাড্ডা ও সঞ্জয় সিংয়ের মধ্য থেকে কেউ একজন নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন।