টেস্টে ভারতের বিপক্ষে টাইগারদের সেরা পাঁচ ব্যক্তিগত ইনিংস
টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের দুই যুগ হয়ে গেলেও, এখনও এই ফরম্যাটে প্রতিবেশী দেশ ভারতকে হারাতে পারেনি টাইগাররা। ভারতের বোলিং অ্যাটাকের বিপক্ষে বছরের পর বছর ধরে কোণঠাসা হয়ে থাকতে হয়েছে সাকিবদের। ২০০০ সালে প্রথম টেস্টের পর এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেলে বাংলাদেশ। যেখানে মাত্র ৬টি ইনিংসে সেঞ্চুরির দেখা পায় ব্যাটাররা।