বন্যা কবলিত এলাকায় ভ্রাম্যমাণ শপিংমলে নামমাত্র মূল্যে পণ্য বিক্রি
শাড়ি ৩০ টাকা, শার্ট ২০ টাকা, লুঙ্গি, টিশার্ট, বাচ্চাদের জামা, সাবান একেকটি ১০ টাকা করে। নামমাত্র মূল্যে কাপড় ও নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হয় এভাবেই। তবে এগুলো পুরনো কাপড় কিংবা জিনিস নয়, সবই নতুন। ট্রাকে করে বন্যা কবলিত এলাকায় ঘুরে ঘুরে এসব পণ্য বিক্রি করে প্রচেষ্টা ফাউন্ডেশন।