বাংলাদেশকে আরও ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করবে বিশ্বব্যাংক। এজন্য চলতি অর্থবছর বাংলাদেশকে আরও দুই বিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থাটি। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক এ প্রতিশ্রুতি দেন।