প্রথমবারের মতো ইসরায়েলে মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষম হলো হুতি বিদ্রোহীরা
প্রথমবারের মতো ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হয়েছে ইয়েমেনের সশস্ত্রবিদ্রোহী গোষ্ঠী হুতি। গত ১৫ সেপ্টেম্বর ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে গিয়ে আছড়ে পড়ে। এ ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এর জন্য ইরান-সমর্থিত হুতিদের চড়া মূল্য দিতে হবে।