নেমে গেছে কক্সবাজারের অধিকাংশ এলাকার পানি
কক্সবাজারে টানা ভারি বৃষ্টির কারণে এখনও কিছু কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতা রয়েছে। তবে অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেছে। যেসব এলাকা থেকে পানি নেমে গেছে সেসব এলাকার ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে। বিভিন্ন জায়গায় গ্রামীণ সড়ক, বেড়িবাঁধ ভেঙে গেছে।